শীত কত বসন্ত পেরিয়ে
কত অপেক্ষা কত পথ চেয়ে বসে থাকা
বিরামহীন ক্লান্তিকর অপেক্ষার শেষেও
তুমি হওনি আমার, হয়নি কথা রাখা।
ঋতুর শেষে ঋতু এসেছে বছরের পর বছর
তোমার মনে জাগেনি প্রেম ; নেওনি আমার খবর।
পাতা ঝরার দিন শেষ আসে কচি পাতা নতুন আশা
শুকনো নদী জলে থৈ থৈ আষাঢ় ভাদরে
পরিযায়ী পাখি এসে ঘুরে যায় , শুধু তুমি আসো না
আশার প্রহর গুনি রাখবো তোমায় ভালোবাসার চাদরে।
ঘাসের জমিন ভালোবেসে হাতটি ধরে থাকতে বসে নির্জনে একাকী
সেদিন কী সব ফুরিয়ে গেছে ? একটুও নেই বাকী?