তোমার পশু সত্তা জেগে ওঠে বারবার ?
উগান্ডার জঙ্গল থেকে ওঠে আসা গন্ডার !
পৌরুষ ছুড়ে দাও ভাগাড়ে,
উল্লাসে মাত! নির্যাতিত নারীর করে চিৎকার।
মনে করতে পারো তোমার জন্ম ইতিহাস
সত্যি! জন্মে ছিলে কোন নারীর জঠরে ?
আমি বেদনায় - ঘৃণায় কুঁকড়ে যাই,
অনন্ত অভিশাপ জমে ওঠে অক্ষি কোটরে ।
আমি অযুত কোটি অভিসম্পাত দেবো -
কাপুরুষ নিকৃষ্ট তুমি নারী নির্যাতক,
স্ত্রী মাতা ভগ্নির কাছে জঘন্য প্রতারক
পুরুষ জাতির কলংক! রক্ষক হয়েও ভক্ষক ।
মায়ের দুগ্ধ খেয়ে তাঁকে সম্মান যদি না দাও,
অভিশাপ তোমায় নরপশু জাহান্নামে যাও।