রক্তে যখন লেগেছে আগুন
ঘোর বর্ষায় জেগেছে ফাগুন
বজ্র মুষ্টি তেড়ে আসছে উত্তপ্ত রাজপথে।
পতঙ্গের মতো ভেসে গেছে সব
জুলুম হুলিয়া অন্যায়ের শব।
তপ্ত শীষা বিঁধেছে বুকে
কাঁদছে বাতাস তারুণ্যের শোকে
টেকনাফ থেকে তেঁতুলিয়া
কাঁদছে মানুষ শোকে দুঃখে
বিষাদ ছুঁয়েছে আজ বাংলা মায়ের মুখে।
বুটের নিচে দাবিয়ে রাখলে যুগের পর যুগ
শাসনের নামে শোষণ করে কেড়ে নিলে সুখ
সোনার বাংলা পুড়ে ছাড়খার
নিঃস্ব মানুষ রুদ্ধ বাকে ভীষণ অসহায়
টুটি চেপে শাসক মহল শিবের গীত গায়।
বর্ষা ভেজা এক দুপুরে লক্ষ কোটি তরুণ
আসলে নেমে রাজপথে রাজার হল মরণ
তারুণ্যের জোয়ারে সব অন্যায় গেল ভেসে
নতুন স্বপ্ন নতুন সকাল এলো পূর্বাকাশে
তারুণ্যের জয় দেখে আজ বাংলা মা ও হাসে ।