মিছে এই দুনিয়ায়
কেবলই দৌড়াই দৌড়াই ,
গড়তে গিয়ে ক্যারিয়ার
দেহ পুড়ে কালো হাড়।
পায়ের নীচে নরম মাটি
করতে হবে বহুতল,
তার জন্য যা দরকার
জুলুম দখল বাহুবল।
মিছে এই দুনিয়ায়
কামনার শেষ নাই,
বাড়ি গাড়ি শাড়ি নারী
আরো কত কী যে চাই।
একটু খানি দম নিয়ে
দিনরাত ছুটে যাই,
সবকিছু পেয়ে গেলেও
মনে হয় আরো চাই।
চাহিদার পাগলা ঘোড়া
ছুটে চলে অবিরাম,
নিরন্তর ছুটে চলা
চাই অনেক নাম ধাম।
ছুটতে ছুটতে কখন
বেলা যায় ফুরিয়ে,
ওপারের ডাক আসে
যায় সব হারিয়ে।