মামার বাড়ি ভারি সুন্দর
জঙ্গল ভরা শিয়াল বানর,
ভোরবেলায় ডাকে পাখি
মোরগ ডাকে উঠি জাগি।
পুকুর ভরা শোল বোয়াল
গরু মহিষ ভরা গোয়াল,
বাগান ভরা গোলাপ বকুল
পুকুর ধারে পলাশ শিমুল।
নাম না জানা কত গাছে
টুনটুনি আর চড়ুই নাচে,
গাছে গাছে ঝুলছে ফল
দেখে আসে জিভে জল।
জাম কামরাঙা জলপাই
খেয়ে ভীষণ মজা পাই,
রাতের বেলা গল্প কথা
রুপকথার এক রাজ্য হেথা।