হঠাৎ এই বিষন্ন সন্ধ্যায় মৃত্যুপুরীর ভাবনা
অস্থির সময় এলোমেলো করে দেয় হারিয়ে ফেলি খেই
এই ঘর চিরচেনা বিছানা লেখার টেবিল
ক্রমশ দুর অন্ধকার এক ঘরের ছবি মনে এঁকে দ্যায়।

বৃষ্টি ভেজা এই সন্ধ্যায় সর্বশেষ স্নানের পর
শবদেহ নিয়ে মিছিলের অগ্রভাগে আমি
আমাকে বইয়ে নিয়ে চলে অন্ধকারে অচেনায়
ভয়ে কম্পিত আমি ধীরে ধীরে সেই গুহায় নামি।

আমার প্রিয় স্বজন বন্ধুরা সব আমাকে
একাকী ফেলে রেখে যায় অনন্ত অন্ধকারে
স্মৃতির ক্যালেন্ডার ঝাপসা হয়ে আসে
ভীষণ ভয় গ্রাস করে পাতালপুরী কেঁপে উঠে চিৎকারে।

নির্জন অন্ধকারে ক্ষণে ক্ষণে কেঁদে উঠি
আমার চিৎকার কেউ শোনে না
এপাশ ও পাশ হাতড়ে বেড়াই
কেউ আসে না কেউ আসে না।

হাহাকার বুকে মরু ঝড় ওঠে ত্রাসে কাঁপে মন
কোথায় এলাম ক্যামনে থাকব অচেনা এ ভূবন।