পুরুষ হয়ে জন্ম নিলে
হয় সে কুলুর বলদ,
জীবন ভর ঘানি টানে
হয়ে ঘর্ম গলদ ।
সংসার তাঁর ঘামে শ্রমে
চলে নিশি দিন ,
কখনো বা চলতে গিয়ে
বাড়ে দেনা ঋন।
যেমনি করেই করুক রুজি
কেউ নেয় না দায়,
যদিও তাঁর ঘারের উপর
বসে সবায় খায়।
এতো কিছু করেও তাঁর
রাও করার জো নাই,
সকল তীরের অগ্নি ফলা
তাঁর দিকেই ধায়।
আজন্ম তাই পুরুষ মানুষ
পায়না কোন বিশ্রাম,
সব বিলিয়ে দিতে পারবে
পাবে না তার দাম।