টুকরো টুকরো কষ্টের আগ্নেয় লাভা
জীবনের গিরিখাতে জমতে জমতে বিস্ফোরিত হয়ে যায়
কখনো নিত্য প্রয়োজনীয় জিনিসের নিদারুণ কষ্ট
কখনো বা শুধু ই এক মুঠো ভাত কিংবা শুকনো রুটি
জীবন আর হাওয়ায় চলছে না।
ভাত নেই কড়ি নেই তো ভালবাসার থালাও শূন্য
কিছু কিছু মানুষের কষ্টের বিমূর্ত লাভায় নিজেই দগ্ধ
অন্ধ রাষ্ট্র আর বধির সমাজের
ফিরে তাকাবার ফুসরত কোথায়!
বৈষম্যের উত্তাপে ঝলসে যাওয়া নগ্ন পা
রাস্তার মোড়ে ষ্ট্যচুর মতো স্থবির ,
নিংড়ে খেয়েছে পুঁজিবাদী পেড়েক বুকের পাঁজর
প্রতিবাদের উচ্চকিত মশাল নিভে গেছে ক্ষিদের ঝড়ে।

হতাশার তিমিরে কোথায় প্রত্যাশিত আলোর রেখা ?
অনাগত প্রজন্মের জন্য রেখে গেলাম এক আগ্নেয় বিভীষিকা ।