আমার দ্রাঘিমাংশে বইছে লু হাওয়া
পুরোনো ঘড়ির কাঁটা থমকে আছে বহুদিন
প্রতি ক্ষণে প্রতি পলে
যন্ত্রণা বিদ্ধ পাখি আছড়ে পরে খাঁচায়।
সৌর গোলকের তাপ ঘাম ছড়ায়
ক্ষুধার্ত উদর খাবলে খায় ইঁদুরের দল
জীবনের বাতা বরণে শুষ্ক এক লাশ।
আর্য অনার্য পীত কিংবা কালো
জাতিস্বত্তার ঐতিহাসিক নিকেশ পিছনে ফেলে
আপাতঃ নিরুত্তাপ লহু রাজপথের দাবি মেটায়।
মগজের মেঝেতে মুক্তির নকশা আঁকে
বৈষম্য বিরোধী আলপনা গলি থেকে রাজপথ
টেকনাফ থেকে তেঁতুলিয়া।
ধূলিমাখা আয়না অতীতের প্রেতাত্মা
আগস্টের এক রৌদ্রকরোজ্জ্বল দুপুরে ভেঙ্গে যায়
অগ্নি স্ফুলিঙ্গ ছড়িয়ে দিক থেকে দিগন্তে।

মুক্তির প্রথম সোপানে পা রেখে
ঊর্ধ্বমুখী হয়ে নিঃশ্বাস নেই মুক্ত আকাশ তলে।