দেশ মাতাকে করতে স্বাধীন করলো লড়াই যাঁরা,
তোমাদেরকে লাখো সালাম ,আমরা স্বজন হারা ।
মুক্তিযুদ্ধের লক্ষ সেনা বাঙালির বীর সেনানী,
চিরকাল থাকবো মোরা অযুত কোটি ঋণী।
রক্তের আখরে লিখেছ তোমরা,একটি নাম বাংলাদেশ,
সাগর রক্তের বিনিময়ে স্বাধীন করলে প্রিয় দেশ।
কতো মায়ের নাড়ি ছেঁড়া ধন,কতো পিতা পুত্র ভাই,
যুদ্ধে গিয়ে আর ফেরেনি ,কারো বা খোঁজ নাই।
পাক হানাদার জ্বেলে পুড়ে ,বাংলা করলো কারবালা,
বিষাদ সিন্ধু ঘরে ঘরে ,বুকে ভীষণ শোক - তালা ।
আপন স্বজন সবার চাইতে দেশকে রাখলো উপরে,
জীবনটাকে তুচ্ছ করে,লড়াই করলো বীরদর্পে।
দেশের জন্য যেসব মানুষ জীবন দিলেন হেসে,
তাঁরাই জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা জানাই শেষে ।