একদিন দম বন্ধ হবে জানি,
আজকাল প্রায়শই আমার দম বন্ধ হয়ে আসে।
অনাহার ক্লিষ্ট বাতাস হৃৎপিণ্ডের জমিন তছনছ করে
মস্তিষ্কের কার্বন নিঃসরণ বাড়িয়ে দেয়।
চাল ডাল তেলের উর্ধ্বমুখী উত্তাপে কিংবা
এলএনজির আকাশ ছোঁয়া দামে
আমার ভীষণ দম বন্ধ লাগে।
মাসের প্রথম সপ্তাহ না পেরুতেই
আমার ভীষণ দম বন্ধ লাগে
ডিম যখন পানির সমান দর কিংবা
প্রিপেইড মিটার অসময়ে ধনাত্মক ভেলকি দেখায়
আমার ভীষণ দম বন্ধ লাগে।
আমিষের বাজারে পা রাখতেই তীব্র উত্তাপে -
হাঁপানি বেড়ে যায়।
অনাদৃত সবজির কাছে বড়সড় নোটের অসহায় আত্মসমর্পণ দেখে-
দোকানির তাচ্ছিল্য ভরা চাহনি দেখে
আমার ভীষণ দম বন্ধ লাগে।
বাজার যখন জ্বলছে দাউ দাউ করে
ফায়ার ব্রিগেড তখন কোথায় বসে বাঁশি বাজায়
আমি জানি না
আমার ভীষণ দম বন্ধ লাগে।