কিছু কিছু ভোর আসে ঝড়ের বেগে
সাথে কালো মেঘে স্তব্ধ আকাশ
জীবনের উপকুল তছনছ হয়ে যায় নিমিষেই ,
ভালোবাসার উঠান কর্দমাক্ত পা পিছলে যায়
উষ্ণ আবেশ আর শুদ্ধ ভালোবাসা হামাগুড়ি খায়
মুয়াজ্জিনের আযানে বেদনার্ত বাতাস ভারী হয়ে উঠে।
কিছু কিছু ভোর আসে অসীম স্তব্ধতায়
পাখিরা গান ভুলে যায়
নক্ষত্রের চেয়ে আরো নিঃশব্দ ,
পাহাড়ের মতো বোবা
নীলিমায় দুর দিগন্তে নিঃশব্দে ভাসে চিল
শ্বাসযন্ত্র নিষ্ক্রিয় হয়ে যায় অসীম শূন্যতায়।
কিছু কিছু ভোর আসে মৃত বাড়ির মতো
বৃষ্টির মতো অবিরাম কান্নার শেষে
ক্লান্ত দেহ চুকিয়ে দেয় জীবনের সব লেনদেন ,
তুমি শূন্য ভোর শশ্মানের নীরবতায় কাঁদে
আসে অন্তহীন শূন্যতার বিমূর্ত সকাল
দুমড়ে মুচড়ে যাওয়া ভালোবাসার কপাটে।
বোবা হয়ে বসে থাকি অনন্তকাল
বুকের ভেতর জ্বলে উঠা আগুন ক্ষয়ে ক্ষয়ে জ্বলে।