ভোরের শিশির যেমন করে
মুক্তো ছড়ায় ঝরে পরে,
মানব জীবন তেমনি যেন
ধরার পরে আসে যে হায় ক্ষণিক তরে।

বটবৃক্ষ দাঁড়িয়ে আছে -
সাত পুরুষের সাক্ষী হয়ে ,
আহা তুচ্ছ মানব জনম ষাট পেরুতেই
সবকিছু তাঁর যায় যে ক্ষয়ে।

ক্ষয়ে যাওয়া জীবন নিয়ে এই জগতে
রাখছে মানুষ পদচিহ্ন পথে পথে,
লেখায় গানে সমাজ সেবায় কাজেকর্মে
সমাজ তাকে রাখবে মনে ভবিষ্যতে।

এতো ছোট্ট জীবন তুমি কেন দিলে বিধি
সুন্দর এই পৃথিবী থেকে কেড়েই নিবে যদি !