ব্যাথার প্লাবন আকাশ ছুঁয়ে যাবে
মনের সংকীর্ণ গলিতে যখন অমাবস্যার আঁধার
অবশিষ্ট অচল আধুলি বার বার চেয়ে দেখি -
ফ্যাসিস্ট পাচারকারীর অংক মগজের দেয়ালে আছড়ে পড়ে,
কিছুতেই অনুর্বর মগজের গুহায় ঢুকে না।
এক জীবনে কতোটা লাগে?
অর্থ বিত্তের পর্বত কতটা উঁচু হলে তৃষ্ণা মেটে?
কোটি কোটি ক্ষুধার্ত আদমের অভূক্ত নরদেহ নিংড়ে
এই বৈভবের অলংকার আর কতকাল পরিধান করবে?
তোমাদের লাজ লজ্জা নীলামে উঠতে দেখে
বৈষম্যে নিষ্পেষিত আমরা বরং লজ্জা পাই,
তোমাদের অট্টালিকার উদ্যত্ব দেখে টিনের চালের ফুটো হাসে।
ভবিষ্যত প্রজন্মের মুখে সোনার চামচ তুলে দেয়ার এই
নোংরা অভিলাষ আর কতকাল?