অন্তহীন পথ পাড়ি দিয়ে চলেছি অনন্তকাল
পদতলে মেলেনি আজও মৃত্তিকার সন্ধান ,
শূণ্য আকাশে ভাসছে হতাশা
নেই কোথাও ক্ষুধার ত্রাণ।

কেয়ামত নেমেছে ধরণীর বুকে
তৃষ্ণায় কাঁপে বুক নেই পানযোগ্য জল,
অথৈ জলে ডুবে গেছে সব
শূন্যে ঠেকেছে বুকের বল।

দারা পরিবার কে কোথায় আছে
জন মানবের নেই চিহ্ন,
কোথায় বসতি কোথায় আবাস
সব কিছু আজ ছিন্ন ভিন্ন।

কাটছি সাঁতার আশার ভেলায়
নূহের নৌকা যদি খুঁজে পাই,
খরকূটো কিছু আসলে ভেসে
আঁকড়ে ধরে সম্মুখ পানে যাই।