তিয়েনমেন স্কয়ার থেকে রাজু ভাস্কর্যের চত্বর
আমি দেখেছি স্লোগানের ধ্বনি প্রতিধ্বনি
রক্ত কিংবা স্লোগানের একই রঙ।
আমি দেখেছি বজ্রমুষ্ঠি আরব বসন্তে
দক্ষিণ আফ্রিকার খনি শ্রমিকদের, ছাত্র জনতার
দেখেছি কিভাবে জনরোষে পালিয়েছে এমিলদা মার্কোস , কিভাবে পালিয়েছে ইরানের শাহ;
আর উর্দি পরা ইদি আমিনের বুটের নিচে নিষ্পেষিত গণমানুষের কান্না।
দেশে দেশে স্বৈরতন্ত্রের হেঁসেল আর রাজকীয় লাড্ডু
আমি দেখেছি আগাস্তো পিনাশে ইয়াহিয়ার বর্বরতা
যাদের বিশ্বাসে মানুষের চাইতে মাটিই বেশি গুরুত্বপূর্ণ
আমি দেখেছি একাত্তরে
পৃথিবীর সবচেয়ে বড় গণহত্যা বাংলাদেশ জুড়ে
জাতিগত নিধন হত্যা আর নির্যাতনের ভয়াল দৃশ্য
পৃথিবীর দেশে দেশে একই ক্যানভাস
ওই যে জোসেফ স্টালিন - বিশ লাখ মানুষের রক্তে এঁকে দিয়েছিলেন জঘন্য পোট্রেট ,
আজো ফ্রান্সিসকো ফ্রান্কোরা মাথাচাড়া দিয়ে ওঠে
স্পেনিশ ইতিহাসের কালো অধ্যায় থেকে
শেরেবাংলা নগরের গণভবন পর্যন্ত।