মন খারাপের সময় কি আর জানান দিয়ে আসে?
হঠাৎ কোন দুপুর বেলা দুচোখ জলে ভাসে।
নীল আকাশে কেমন করে মেঘ জমেছে কালো
মনের ভেতর উথাল পাতাল লাগে না আর ভালো।
বুকের ভেতর খামচে ধরে অজানা এক ব্যথা
স্তব্ধ বিকেল মুখ দিয়ে আর সরে নাতো কথা,
বুকের উপর বিশাল পাথর কষ্টে কাতর থাকি
গলায় কিছু আটকে আছে মরন কেবল বাকি।
মন খারাপের নেই্ যে রুটিন আসে যখন তখন
চিরচেনা দুনিয়াটা অচেনা যে এখন ,
চিতার আগুন জ্বলে বুকে ভীষণ যন্ত্রণা
তবু ও মন খুঁজে ফেরে সুখের ঠিকানা।
গোষ্ঠী জ্ঞাতি নিয়ে আসে মন খারাপের দল
হৃদয়টাকে দুমড়ে মুচড়ে ঝরায় চোখের জল।