মন খারাপের বিকেল গুলোয়
থমকে যায় ঐ মেঘের ভেলা
মেঘের দ্যাশে বৃষ্টি নামে
রোদ বৃষ্টি কান্না খেলা।
দুর পাহাড়ের সবুজ ঘাসে
কালো ছায়া নেমে আসে
জল পিয়াসী চাতক ফাঁদে
ঝর্ণা জলে গুমরে কাঁদে।
মন খারাপের বিকেল গুলোয়
অযুত স্মৃতি মনে ভাসে
ক্ষয়ে যাওয়া নিঠুর সময়
থাকে না কেউ তখন পাশে।
তুষের অনল জ্বলে বুকে
হারানো সব সুখের শোকে
অশান্ত ঢেউ নদীর বুকে
শোকের ছায়া চোখে মুখে।
মন খারাপের বিকেল গুলো
ক্ষনে ক্ষনে আসে
অন্ত বিহীন ক্লান্তি দিয়ে
কালো মেঘে ভাসে।