রক্ত স্নাত পতাকা
একরামুল হক দীপু
সাম্যের ঠিকানা খুঁজতে খুঁজতে কত ক্লান্ত পথচারী
প্রাগৈতিহাসিক যুগ থেকে ছত্রিশে জুলাই,
কত কর্দমাক্ত পথ কত ঝড় ঝাপটা আর নিকষ আঁধারে
হারিয়েছে বাতিঘর অথৈ প্লাবনে।
একটি ঠিকানার জন্য - এতটুকু স্বাধীনতার জন্য
পলাশী থেকে জুলাই বিপ্লবের সুদীর্ঘ পথে,
কত রক্ত কত প্রাণ বিলিয়ে দিয়েছে অকাতরে;
কত রক্তের স্রোত হারিয়ে গেছে মেঘনায়
অনাদরে অবহেলায় যায়নি করা মূল্য নির্ধারণ।

অবশেষে একদল সাদাসিধে তরুণ-
খুব কাছে থেকে বুক পেতে বরণ করে নিল তপ্ত শীষা
সবুজ পাতা ফুঁড়ে লাল কৃষ্ণচূড়ার মতো রক্ত
ছড়িয়ে ছিটিয়ে  অলি গলি রাজপথে সারা বাংলায়
ছিনিয়ে নিল লাল সবুজের স্বাধীন পতাকা
আসুন রক্তস্নাত এই পতাকা উঁচু করে ধরি।