আসানসোলের রুটির দোকান
কিংবা লেটুর দলে গান
সেই ছোট্ট শিশু নজরুলের
প্রাণ শক্তি ছিল অফুরান।
পেটের দায়ে কখনো বা
হলেন মসজিদে মোয়াজ্জিন
দমে যাননি এক মুহুর্ত
হলে ধার কর্জ ঋন।
অবিরত লিখে গেছেন
গান কবিতা নাটক
নিত্য দিনের অভাব থাকলে ও
খোলা রাখতেন ফটক।
সন্তানের লাশ ঘরে রেখে ও
চালিয়ে গেছেন কলম
জেল জুলুম ও নির্যাতনে
হারাননি কভু দম।
জানতেন একদিন ফুলের জলসায়
নীরব হবেন কবি
তাই অবিরত এঁকে গেছেন
অনাগত দিনের ছবি।