শিরোনাম: মনে পড়ে?
কলমে : একরামুল হক দীপু
১৪.১১.২৪
মাঘের মাঝামাঝি কোন এক বিকেল
সবুজ মাঠে মটরশুটি ফুল আর লতায় মাথা উঁচু করে ছিল,
দুই বন্ধু মিলে আলপথ দিয়ে কিছুদুর যেতেই তোমার সাথে দেখা, তুমি ও সবান্ধবে বেড়িয়েছো ; সবুজ শাড়িতে লাল পাড়,
মনে পড়ে? পড়ে না!
সুর্য আবীরে রাঙা তোমার মুখ- গ্রীক ভাষ্কর্যের নিখুঁত অবয়ব, মাইকেল এঞ্জেলোর নারী মূর্তি!
কাজল কালো দিঘীর শান্ত জলের মতো চোখ নিয়ে তাকিয়ে ছিলে,
কী জানি কী হলো আমিও চোখ সরাতে পারিনি।
কী দেখছিলে অমন করে?
মনে পড়ে ? পড়ে না !
হাঁটতে হাঁটতে হঠাৎ করেই খুব কাছে চলে এলে,
একেবারেই মুখোমুখি দু'জন দু'জনার
নির্বাক আমি নির্বাক তুমি!
মনে হল মূহূর্তে স্তম্ভিত বিস্তীর্ণ ফসলের মাঠ ,
স্তব্ধ নীল আকাশ, নিঃশ্বাসের পীঠে ভারি বোঝা;
কী জানি কেমন একটা ভূকম্পন বুকের ভেতর -
ছোট্ট নদীর জল হঠাৎ উপচে পড়ে ভাসিয়ে দিল দুকূল,
দখিনা বাতাস ছুঁয়ে গেল উত্তপ্ত কর্ণ যুগলে,
কেমন ছিল সেই অনুভূতি?
মনে পড়ে? পড়ে না!
চারিধারে অসংখ্য সরিষার ফুল হাসছে
হলদে রঙ মেখে ঝলমল,
তুমি কচি সবুজ কলাইয়ের গালিচায় গা এলিয়ে অকারণেই হেসে খুন ,
তোমার হাসিতে ছিল ঝর্ণার গান খুশির বান;
কী নিয়ে অতো হাসছিলে ?
মনে পড়ে? পড়ে না !
সেই বিকেলের রঙিন সেলুলয়েড আজো রেখেছি যতনে
হৃদয়ের ক্যানভাস জুড়ে সেই অনিন্দ্য সুন্দর মূহুর্ত
আগলে রেখেছি যেন যক্ষের ধন ,
নিমিষের দেখা বনফুল !
পোড়া চোখের আড়াল হলে একেবারেই -
সহস্র মাঘের অপেক্ষা হয় না শেষ,
অথচ মন থেকে আড়াল করতে পারি না কিছুতেই।
তোমার কী মনে পড়ে সেই বিকেলের কথা ?
মনে পড়ে? পড়ে না!