বৃষ্টি এলো রিমঝিমিয়ে গাছের পাতায় ছন্দ
দখিন থেকে  উতলা হাওয়া বইছে মৃদু মন্দ,
বৃষ্টি এলো কাশবনে আজ সাদা পালক ছুঁয়ে
এমন দিনে কেউবা ঘুমায় কাঁথা মুড়ি দিয়ে।

বৃষ্টি এলো মনের বনে লাগছে ভীষণ দোলা
মন ছুটে যায় শৈশবে আজ হোক বৃষ্টি ভেজা খেলা,
অঝোর ধারায় বৃষ্টি ঝরে চাঁদ গলেছে আকাশে
অতীত স্মৃতি পড়লে মনে মুখ হয়ে যায় ফ্যাকাশে।

সবুজ ঘাসের ডগায় যখন বৃষ্টি ফোঁটা পড়ে
ব্যাঙ ডেকে যায় মনের সুখে লম্ফ জম্প করে
বৃষ্টি এলো মনের বনে ফুটলো হাজার ফুল
নদীর জলে বান ডেকে যায় ছাপিয়ে দু'কুল।

বৃষ্টি এলো বিরহী মন অভিমানে কাঁদে
এমন দিনে প্রিয়া হারা ব্যাকুল আর্তনাদে,
বৃষ্টির জলে চোখের জলে ভাসে বুকের নদী
বৃষ্টি মুখর এমন দিনে পাশে থাকতো যদি।