আহা গরীব জীবন !
টানে ঘানি টানে বস্তা,
আজকাল ভাই গরীব জীবন
পানির মতো সস্তা।

কোথায় আহার কোথায় বিহার
ঠিক ঠিকানা নাই,
দিনের শেষে মানুষ পশু
এক গোয়ালে ঠাঁই।

পথে পথে দিন কেটে যায়
পথই যে তাঁর ঠিকানা,
আঁধার তাঁর নিত্য সঙ্গী
গরীব হলো জন্ম কানা ।

দুঃখ কষ্ট নেইকো তাঁর
কঠিন শিলা পাথর,
কান্না কাটি যতোই করুক
পায়না কোন বর।