গোলাপের মতো নির্মল ভালোবাসাও কখনো কখনো
কাঁটায় আক্রান্ত হয়!
তাঁর অন্তহীন কষ্ট বিক্ষত শরীরের লোহিত ধারায়
কাননের সবুজ প্রাঙ্গণ কৃষ্ণচূড়ার লাল বর্ণের মতো রঞ্জিত হতে থাকে।
গোলাপের অপার সৌন্দর্যে যেমন সবাই মোহিত
ভালোবাসা ও তেমনি,
সৌন্দর্যের আড়ালে অষ্ট প্রহর কষ্টের মাঠ ঘাটে
কেউ হাঁটে না, হাঁটতে চায় না।
গোলাপের সুরভি নিতে যতটা উতলা পৃথিবী
ততটাই উদাসীন ঝরে পড়া তার পাপড়ি গুলোর প্রতি,
ভালোবাসার সুরভি উপভোগে যতটা ব্যাস্ত পৃথিবী
ততটাই উদাসীন ভাটা পড়ে আসা দিনগুলোর প্রতি।
মৌমাছি, প্রজাপতি কিংবা তুচ্ছ পোকা
কখনোই ভালোবাসার অঙ্গীকার ভাঙ্গে না,
ভাঙ্গে মানুষ, সৃষ্টির সেরা জীব।