ক্ষণে ক্ষণে বাবার কাছে কত কিছু চাই !
না চাইতেই অনেক কিছু আমরা পেয়ে যাই,
কার কখন কী লাগবে তাহা দেখেন বাবা মায় -
ভাগ্যবানের জীবন কাটে পিতা মাতার ছায়ায়।

কত যত্ন কত আদর কত ভালোবাসায়
সন্তানেরে মানুষ করে ভবিষ্যতের আশায়,
মা বাবা বৃদ্ধ হলে পড়ে শিশুর ছায়া -
সন্তান তখন দেখে রাখে, করে ভীষণ মায়া ।

অভাগা সে - এই দুনিয়ায় মা বাবা নেই যার
পদে পদে বিপদ তাঁহার- দুনিয়া অন্ধকার।
এটা লাগবে ওটা লাগবে - কাকে বলবে এতিম ?
কারো কাছে এতিম যেন - ভীষণ তিতা নিম ।

লাঞ্ছনা আর অনাহারে এতিমের যায় দিন
দিন কাটে না রাত কাটে না ওরা দীনহীন ,
একটুখানি মায়া দিলে, একটু ভালোবাসা -
তাদের মুখে ফুটে হাসি, বাড়ে বাঁচার আশা ।