তোমার সুরভী ছড়িয়ে আছে মদীনার পথে প্রান্তরে
পনের শতক ছুঁয়েছে তোমায় অন্তরে অন্তরে,
সালাম তোমায় লাখো সালাম - ধরার পূণ্য বরকত
আঁধার ভূবন হলো আলোকিত- হে প্রিয় হজরত।

জাহিলিয়াতের অমানিশায় এসেছিলে পূর্ণিমার চাঁদ
মরুর বুকে ভীষণ আঁধার তোমার আলোয় পোহায় রাত,
হিংসা বিভেদ হানাহানি - পাপের রাজ্যে এলে তুমি
তুলে ধরলে সাম্যের ঝান্ডা - পুণ্য হলো আরব ভূমি।

খোদারে ভুলিয়া মানুষ যখন রত ছিল মুর্তি পূজার
তাওহীদের ই দিলে তাগিদ- নাম জপো এক আল্লাহর
নারী ছিল পণ্য তখন -বেঁচা কেনা হতো
তুমি দিলে ইজ্জত সম্মান - সবে দৃষ্টি করলো অবনত।

কন্যাশিশু জন্মের পরে হত্যা করতো পিতা
এই অনাচার বন্ধ করলে- তুমিই যোগ্য নেতা,
ব্যাভিচারে লিপ্ত যখন গোটা আরব জাতি
কঠিন সংগ্রাম করেছিলে খেটে দিবারাত্রি।

কত জুলুম  নির্যাতনের শিকার হলে রাসূল
কুসংস্কার  অনাচার যতো করিলে নির্মূল,
গোত্রে গোত্রে মারামারি - হিংসা বিদ্বেষ অহংকার
তোমার ছোঁয়ায় হয়েছিল -গোটা আরব এক আবার।

সহেছ আঘাত তারপরও -আঘাত করনি দুশমনে
চরম শত্রু পেয়েছে ক্ষমা - বেঁধেছো বাহু আলিঙ্গনে,
তায়েফের জমিন তোমার রক্তে হয়েছে যখন রক্তলাল
করছো ক্ষমা দিয়েছো প্রেম- দাওনি তাদের গালাগাল।

প্রেমময় নবী সোনার ছবি - এসেছিলে সোনার দেশে
কাফের মুশরিক দুশমনেরা - হার মেনেছিল অবশেষে
তোমার মতো মানবিক গুণী - ধরায় দ্বিতীয় নাই
শেষ বিচারের কঠিন দিনে তোমার শাফায়াত চাই।