যতো হোক হিংসা বিদ্বেষ তবু ও তো মোর দেশ -
হোক মারামারি হোক বাড়াবাড়ি - এখানেই আছি বেশ,
সবুজ শ্যামল কী যে অপরূপ- রূপের নেইকো শেষ
লতায় পাতায় স্নেহ মমতায়- পাবে নাকো এমন দেশ।
লাঙল কাঁধে ভোর বিহানে- কৃষক ছুটে মাঠের পানে
রাখালিয়া বাঁশি বাজে - ভাটিয়ালি গানের টানে,
দিগন্ত জুড়ে সরিষার ক্ষেত - হলুদ হাসিতে মন পাগল
মটরশুটি কলাইয়েয় শোভায়- মোহিত হয় কৃষান দল।
ফজরের পরে কুয়াশায় ঘিরে - ওঠে গাছি খেজুর গাছে
খেজুরের রস ভীষণ প্রিয় - ছেলে বুড়ো সকলের কাছে,
খাল বিল সব শুকিয়ে গেছে - ডোবা নালায় দেশি মাছ
শীতের সবজি দেশি মাছ খেয়ে - মিটে না কভু আশ।
নবান্নের উৎসব শুরু হলে পরে, আনন্দে মাতে দেশ
নতুন ধানের পিঠা পুলি খেতে - লাগে যে ভারি বেশ,
আত্মীয় কুটুম বেড়াতে আসে - বহে খুশির বন্যা
গেরস্ত খুশিতে নাইওর আনে - নিজ ভগ্নি ও কন্যা।
মেলা পার্বণ ওয়াজ মাহফিল চারিদিকে সাড়া পড়ে
সার্কাস কিংবা পালাগান এলে -চলে সারারাত ধরে,
বৈশাখী মেলায় সাপের খেলায় - শৈশবে ফেরে মন
মেলা পার্বণ কোলাহল ঘুরে মনে হয় সব -কতনা আপন।