চাঁদ নেমে এসেছিল সেই রাতে তোমার প্রশস্ত ললাটে বাহুতে চাঁদের ছায়া,
পাশেই কাউন ক্ষেতে রুপালি জোৎস্না
কী যে এক অদ্ভুত শিহরণ!
তুমি যখন ধরলে হাত- শীতল আকাশ নেমে এলো মাথার উপর। বসন্তের দিনগুলো কেটে গেল অতঃপর ;
দেবদারু পাতাগুলো কাঁপন থামিয়ে
মৃত্তিকার বুকে আর্তনাদের গান উঠেছে বেজে
ব্রক্ষ্মান্ডের নীরবতা আমায় দিয়ে হঠাৎ তুমি উধাও,
সেই থেকেই আমি ভীষণ একা
স্তব্ধ নিঃস্ব পাতাঝরা বৃক্ষ যেমন।
সেই থেকেই আকাশ দূরে বহু দূরে
খুঁজে ফিরি পলাতক জোৎস্না,
ঘনরাত এসে আবেশে মুছে দেয় সব বোধ
তবু আমি সরু আলপথ ধরে দুঃখ কুড়াতে কুড়াতে
হেঁটে যাই অনন্তকাল।