এখনো ভীষণ শোকের ছায়া হিম শীতল বুকে
বুকের ভেতর দেয় যে মোচড় নিকষ কালো শোকে,
ভাইয়ের বুকের তাজা বুলেট এখনো মোর হাতে
দুচোখে বেয়ে অশ্রু নামে নিশীথে প্রভাতে।
শোক মাপতে বাটখারা টা তুলছো কেমন করে?
তোমাদের কি পায়নি একটুও ভয়াল ফ্যাসিস্ট ঝড়ে?
দুধে গোসল করলেই কী হবে তুলসী পাতা!
দেশটা এখনও কাঁদছে ভীষণ, তাঁর মনে বড় ব্যাথা।
অগণিত আদম সন্তান মাত্র দিলে গোরে
রাত পোহাতেই সেসব স্মৃতি ভুলছো কেমন করে?
ক্ষমতার চাদর আরামদায়ক গা এলিয়ে দাও
সামনে আরও ফাল্গুন আছে মনে রেখো তাও।