কলতলায় জল আনতে গেছে মেজো মাসী
খেটে খুঁটে ভীষণ ক্লান্ত তবু ও মুখে হাসি,
মাসী'র মুখে মিষ্টি পান
গুনগুনিয়ে গায় গান।
কার কখন কি লাগবে মাসীই দেখেন সব
বিকেল হলে বানিয়ে দেন আলুপুরি চপ,
দাদুর ঔষধ ,দিদার যত্ন নিজের হাতে তুলে
শত কাজের চাপ তবু ও রাগ করেন না ভুলেও।
আদর দিয়ে যতন দিয়ে রাখেন বেঁধে সবাইকে
মাসীর ভালোবাসায় আমি ভুলে থাকি মাকে ,
সবকিছু তাঁর মোদের জন্য নিজের চাওয়া নাই
ত্রিভুবনে এমন আপন খুঁজে নাহি পাই ।