বুকের ভেতর পেতে রাখা মাইন
ঝিঁঝিঁ ঢাকা এক দুপুরে বিস্ফোরিত হয়ে গেলে -
নাসারন্ধ্রে ঢুকে পরে ধূমায়িত আগ্নেয়গিরি,
অক্ষি কোটরে অতলান্তিকের স্রোত।
ট্যাংকের তলে পিষ্ট ধমনীর সাড়া মেলে না
সম্মুখে হরিদ্রাভ আলো স্নান সারে কুয়াশার সমুদ্রে,
অচেনা এক তীব্র ব্যথায় হৃদয় কাঁদে কোমায়।
পাতা ঝরা বৃক্ষের সাদামাটা অভিষেকে -
আবৃত্তি করতে হয় প্রাগৈতিহাসিক বঙ্গলিপি,
আচমকা বুকের ভেতর ঢুকে পরে মৃতপ্রায় নদী,
শশ্মান - কবর, কফি হাউজের টেবিল,
চিরচেনা ক্যাম্পাস।
আগ্নেয় লাভায় জ্বলে পুড়ে ছারখার আপাত নিরীহ বিকেল;
অতঃপর দীর্ঘস্থায়ী নিকষ কালো আঁধার নেমে আসে
ক্লান্ত পৃথিবীর শয়ন কক্ষে,
অনন্তকাল আলোর দেখা মেলে না,
নৃত্যরত স্মৃতির দানব কেড়ে নেয় প্রশান্তির ঘুম।