দুঃসহ যন্ত্রণায় যাপিত জীবন
পিলসুজে তেল নেই নিডু নিভু ক্ষণ
কোথাও বসে না উচাটন মন
অবিরাম জ্বলছে হৃদয়ের বন।
শূন্য ডাতের হাঁড়ি শূন্য থালা
উপবাসে দিনমান উদরে জ্বালা,
পকেটে কড়ি নেই মুখে তে তালা
তবু প্রভু দিনরাত জপি জপ মালা ।
শিথানে বালিশ নেই শূন্য এ ঘর
চালা নেই আলো নেই গায়ে খুব জ্বর ,
ভীষণ শীতে কাঁপছে দেহ যেন মর মর
ভেতরে বাহিরে আজ অমাবস্যার আঁধার ।
কেউ নেই এতটুকু আলো দেখাবার
পৃথিবী ব্যস্ত ভীষণ কে এখানে কার,
অসহায় এর সহায় কেবল তিনি একজন
উপরে বসে হাসেন প্রভু নিরঞ্জন।