দাঁড়িয়ে থাকো প্রাচীর হয়ে
যেন পাহাড় নয়তো টিলা,
হিমালয় না হোক, হও উঁচু হও
উচ্চতার যে দাম মেলা।
যেখানেই থাকো কষ্ট করে
হয়ে যেও খাঁটি মাটি ,
পলি বালি নয় - শক্ত এঁটেল মাটি
পায়ের নীচে হয় যেন কঠিন মাটির ঘাঁটি।
হাত যদি ধরো - ধরো শক্ত করে
আর যেন না ছুটতে পারে,
বুকের দখল দিও ছেড়ে
তাঁকে তুমি চিরতরে।

যাই করো চিত্ত যেন পাথর সম হয় দৃঢ়
ভেঙ্গে পড়া চলবে নাকো সময় যেথা খুব রুঢ়।