যে দ্যাশে গেলে মানুষ ফেরে না
বাবা গিয়েছো সেথায় একা রাখি,
এতটা বছর পার হয়ে গেছে
তবু ও তোমার পথ চেয়ে বসে থাকি।

হয়তো এ আবেগের নেই মুল্য
ধরিত্রী ও বিধাতার কাছে,
আমি কি হারিয়েছি আমিই জানি
বুঝবে না এই ব্যাথা- বাবা যাদের আছে।

শীতের আগাম ফসল এসেছে
তোমার পছন্দের কত সব্জি,
জানিনা  বাবা ওখানে তোমায়
খেতে দ্যায় খোদা কী !

হালকা একটু ঠান্ডা পড়েছে
চাদর তো দেইনি সাথে,
কাপড় চোপড় দ্যায় নাকি ওখানে
কী পড় ঠান্ডায় রাতে?

এখনো কি তুমি রাত দুপুরে
আমায় পড়লে মনে,
ছুটে আসো সেই আগের মতো
মোর শিয়রের পানে !