হেমন্তের শেষ বিকেলে কাঁদে নিঃসঙ্গ নদী
কোথায় যেন হারিয়ে গেল অপার জলধি,
সন্ধ্যা কালে দুর আকাশের মিটি মিটি তারা
কথা বলতে চেয়ে দেখে সে যে ভাষা হারা।
একদিন ছিল ঘন যৌবন জলের কলরব
দুকুল ছাপিয়ে যেতো কী যে গৌরব,
বুকে ছিল মাঝি মাল্লা মুখে কতো গান
পাল তোলা সব নৌকা করে কৃষান নিতো ধান।
কত কিছুর সাক্ষী নদী কত ঘটনা
দুকুল বাসীর সুখ দুঃখ কত রটনা,
নৌকা ডুবে জলে ডুবে সলিল সমাধি
খরস্রোতা ছিল একদিন ছিল কত উপাধি।
ছোট বড় কত রকম মাছের ছিল মেলা
জেলে ভাইরা মাছের সঙ্গে খেলত কতো খেলা,
ঘাটে ছিল বিরাট হাট কতো কোলাহল
জল ফুরিয়ে নীরব নিথর আজকে সব মহল।