মনটা কেবল ঘন্টা বাজায় খোঁজে প্রেমের বাঁশি
প্রেম বাগানে অমাবস্যা চাঁদ ভুলেছে হাসি,
সেকাল গেল একাল‌ গেল তাঁর যে দেখা নাই
প্রেম তো এখন বন্দী জেলে ক্যামনে তারে পাই।

জুড়াইন থেকে যাত্রাবাড়ী উত্তরা কিংবা মিরপুর
কতবার যে খুঁজছি তাঁকে, সে হয়ত বহুদুর-
গ্রাম থেকে এক প্রেমের টানে এলাম যখন ঢাকা
এদিক তাকাই ওদিক তাকাই কোথাও নেই ফাঁকা ।

রমনায় কত সবুজ পাতা লেকের স্বচ্ছ জলে
কয়েক দশক পেরিয়ে গেলেও তাঁর দেখা না মিলে,
প্রেম হয়ত ডিটেনশনে থাকছে সেনা নিবাসে
হাই কোর্টে করব - আপিল সত্যি কি তা প্রকাশে।

এই নগরে একটা জীবন শূণ্য প্রেমের আবাসন
কিভাবে যায় উদাস যৌবন কেউ না করে অন্বেষণ।