ওরে মন মানুষ আপন টাকা পর
টাকা ছেড়ে মানুষ ধর,
টাকার পাহাড় গড়ে মানুষ
লোভে লোভে উড়ায় ফানুস।

তুমি তো ভাই পাহারাদার
এই টাকাকড়ি নয়কো তোমার ,
যতোই সম্পদ জমাও ভবে
শূন্য হাতে যাইতে হবে ।

সময় থাকতে মানুষ ধর
ভালোবাসার আমল কর,
সৃষ্টি জীবে করলে দয়া
পাইবে রে মন প্রভুর দয়া ।

ভালোবাসা বড় ধর্ম
ছাড় হিংসা অসৎ কর্ম,
মিছে কথা বলে বোকা
কাউকে আর দিও না ধোঁকা।

আমার আমার করো না আর
অহমিকায় ধংস সংসার,
লাগবে কেবল সাড়ে তিন হাত
সময় থাকতে চিন রে জাত।