হরেক পদের ইফতারিতে সাজাও যখন গামলা
ফিলিস্তিনে হচ্ছে তখন ক্ষণে ক্ষণে হামলা,
তোমরা যখন ঈদের শপিং করছো বাজার ঘুরে
গাজায় তখন বোমা হামলায় মানুষ মরছে পুড়ে।

এখনো হায় ঘুম ভাঙল না কেমন মুসলমান !
ইহুদি আজ কেড়ে নিচ্ছে আমার ভাইয়ের প্রাণ,
রমজানের এই পবিত্র মাসে বইছে রক্ত বন্যা
ঘরে থেকে ও নয় নিরাপদ নারী শিশু কন্যা।

ঘর বাড়ি সব গুড়িয়ে দিচ্ছে ইসরাইলি হায়েনা
বসতভিটা দখল করতে ট্রাম্প ধরছে বায়না,
গাজা বাসীর এই বিপদে কোথায় মুসলিম ভাই
তাদের পাশে না থাকলে দোজখে হবে ঠাঁই।

প্রতিদিনই বেড়ে চলেছে গাজায় লাশের সারি
শিশু বৃদ্ধ গাজার মানুষ করছে আহাজারি,
কোথায় তুমি মহান প্রভু ওগো মালিক সাঁই
অসহায় এই ভাইবোনদের রক্ষা কবজ চাই।