রাত্রি কেন এতো কালো?
দিবায় কেন এতো আলো?
খোকার মনে প্রশ্ন  হাজার
কিছু উদ্ভট কিছু মজার।
জবাব দিতে ক্লান্তি আসে
প্রশ্নবাণে কাশি আসে,
হাতি কেন এতো বিশাল
মরিচ কেন ঝাল ?
দিগন্তের ঐ পারে কি
দেও দানোদের বাড়ি কি ?
আধখানা চাঁদ কেমন করে
দূর আকাশে  একলা ঘুরে।
বক কেন এতো সাদা ?
জানো নাকি কোন দাদা ?
সাত সাগরে কেমন করে
জাহাজগুলো বেড়ায় ঘুরে?
সুতো কাটলে ঘুড়িখানা
কোন দেশে যায় আছে জানা ?