বিজয়ের আনন্দ পৌঁছে দিতে সকলের ঘরে ঘরে
ত্রিশ লক্ষ তাজা প্রাণ বিলিয়ে দিয়েছিল জীবন স্বাধীনতার তরে,
স্বাধীনতা এসেছে, আসেনি মুক্তি
বেড়েছে ভীষণ বৈষম্য ,
তাইতো আবারো করতে বিপ্লব
মাঠে নামে ছাত্র -জনতা ক্ষুব্ধ - অদম্য।
চুয়ান্ন বছর পরে ও কেন
ফুটপাতে ঘুমায় মানুষ?
শাসক শোষক কর্তা সাহেব
আর কবে ফিরবে হুঁশ?
বিজয়ের আনন্দ আজ হয়েছে অনেক ম্লান
নেই সাম্য সামাজিক ন্যায়বিচার,
চারিদিকে চলছে শোষণ জুলুম
দুর্নীতি আর অন্যায় অবিচার।
প্রতিটি মানুষের ঘরে পৌঁছাক স্বাধীনতার সুফল
বিজয়ের আনন্দে সামিল হবে আপামর জনতা সকল।