এখানে সকাল নামুক পবিত্র বাতাসে
সবুজ ঘাসের ডগায় যেন রুপালি মুক্তা হাসে,
অভিমানী নদী ভরে নামুক ভালোবাসার ঢল
মিষ্টি আলোয় ঘাস ফড়িং নাচে প্রজাপতির করে ছল।

প্রেমের বর্ষায় উজানের গান, ভেসে যাক যতো মান অভিমান
ঘাসফুল আর মাধবীলতা নিক মৃত্তিকার ঘ্রাণ,
পাখিফুল, পলাশ, মহুয়া, মাদার ফুটুক প্রেয়সীর ঠোঁটে
শত জনমের বিরহ তৃষ্ণা চিরতরে যাক টুটে।

বক, পানকৌড়ি মিশে থাক এই হিজল ছায়ার জলে
মাছরাঙার ধ্যান  নির্ভয়ে হোক সজনে গাছের ডালে,
রাখালের বাঁশির সুরে সুরে আসুক স্তব্ধ উদাস দুপুর
প্রেমিক যুবার উল্লাসে যেন পালায় পাষান অসুর।

বোরো ভুট্টা পাটের পাতায় বৈশাখের উতলা হাওয়া
বটের শাখায় ফিরে আসুক কিশোরের দোল খাওয়া,
হৃদয়ের ছাদে বৃষ্টি নামুক ভিজে যাক হৃদয় জলে
বাসি জঞ্জাল যাক মুছে আজ বৈশাখী হিন্দোলে।