আমার আকাশে অধুনা অদৃশ্য চাঁদ
লাশ ঘরের নীরবতা প্রাত্যহিক জীবনের উঠানে।
কত নক্ষত্রের রাত তাল গাছের মতো গ্রীবা উঁচিয়ে
হন্য হয়ে অদৃশ্য চাঁদ কে খুঁজি;সৌর মণ্ডল আর ছায়াপথ জুড়ে অন্তহীন ক্লান্তিকর ভ্রমন শেষে
জল থেকে তোলা মৎসের মতো নির্জীব আমি ।
অতঃপর কংক্রিটের সুউচ্চ দেয়াল বন্দী প্রত্যাশা গুলো
আঁধারে ঝিঁ ঝিঁ পোকা হয়ে ঘুরপাক খায়
অতল সায়রে ছোট্ট ডিঙ্গির মতো চাঁদের ও
সন্ধান মেলে না কোথাও।
আমার পৃথিবীতে এখন ঘোর অমানিশা
বপন কৃত শষ্য  অঙ্কুর উদ গম আগেই
আগ্নেয় লাভায় পুড়েছে ,
অজস্র স্বপ্নের বাতিঘর নিভে গেছে রুদ্র রুষে
ভালোবাসার রৌদ্রকরোজ্জ্বল দিন হারিয়ে গেছে অমাবস্যার গহীন আঁধারে।

অধুনা অদৃশ্য চাঁদ খুঁজে খুঁজে ক্লান্ত আমি
তবুও খুঁজে বেড়াই খুঁজে বেড়াই।