অঘ্রানের ধানের মিষ্টি ঘ্রাণে
পরিযায়ী পাখিদের করি নিমন্ত্রণ ,
নবান্নের খোয়াব উত্তরের বাতাস
বুকে আজ জাগায় শিহরণ।
শেষ রাত থেকে চলে আয়োজন
হবে নতুন চালের পিঠা,
মায়ের হাতের চিতই ভাপা পুলি
খেতে লাগে খুব মিঠা।
গাছি দিয়ে যায় খেজুরের রস
খেতে মজা তার গুড়,
খেজুরের রসে পায়েস পিঠে
মনে আনন্দের সুর।
বালক বালিকা খরকুটো পুড়ে
খোঁজ আনন্দে ওম,
নাইওরী যায় বাপের বাড়ি
উৎসবের পড়ে ধূম।
শিশির ভেজা ভোরের আলো
আকাশে পাখির দল ,
অঘ্রানের এই মধুর দিনে
বাড়ে মেলা পার্বণ কোলাহল।
পারুল, শিউলি, গন্ধরাজ ফোটে
হিমঝুরি, ছাতিম, বকফুল,
ফুলের সুবাসে ঠান্ডা নামে
হৃদয় নেচে খায় দোল।