উলু বনে আমরা এখন কত মুক্তো ছড়াই
শিয়ালের কাছে সব মুরগি পড়াই,
মুষল ধারে বৃষ্টি এলে ছাতা থাকে বগলে
দাওয়াত ছাড়াই নেমন্তন্ন খেতে চলো সকলে।

স্বপ্ন বিকোয় রোজ বাজারে খুব নাকি সস্তা
বিনে পয়সায় উপদেশ মেলে বস্তা বস্তা,
ব্যাঙের ভয়ে সাপ এখন গর্তে থাকে লুকিয়ে
ছাত্র দেখলে ভয়ে শিক্ষক- মুখ খানি যায় শুকিয়ে।

যে যায় লংকা সেই হয় রাবন
অসময়ে বণ্যা মানব সৃষ্ট প্লাবন,
তখতে বসলেই মনে হয় সব আমার প্রজা
উল্টো রাজার দেশে হয় বিনা দোষে সাজা।

গরীবের দিন শেষ নুন লংকা পেঁয়াজে
বড়লোক ঢেকুর তুলে- ঘৃত দধি কী আছে,
মুরব্বি ভয় পায় দেখে পাজি ছেলে ছোকরা
শিয়াল বাঘের কাছে চায় এখন বখরা।