এই পড়ন্ত বিকেল সন্ধ্যায় গোধূলি
এই আকাশ, লিখার টেবিল,পরম আদরের সন্তান
সব ফেলে পিছনে -
চলে যেতে হবে অন্তহীন আঁধারে।
তখনো লাউয়ের মাচায় বেড়ে উঠবে কচি ডগা
হয়তো শিমুলের ডালে তেমনি রবে ধ্যানমগ্ন মাছরাঙা,
খুকির স্কুলের ঘন্টা বাজবে নিয়ম করে ,
শুধু থাকবো না আমি।
কোন এক মধ্যাহ্নে হয়তো উদাস হবে প্রিয়তমা স্ত্রী ,
কোন এক সন্ধ্যায় আমাকে মনে করে
বিষাদে নীল হবে বাবা অন্ত প্রাণ ছেলেটা,
জানিনা দুর হতে দেখব কি না
তারপরও কেটে যাবে সময় সময়ের নিয়মে
বুড়ি আরচি গোমতী বয়ে যাবে তেমনি,
শুধু থাকবো না আমি
আহা জীবন! ফেরার কোন উপায় নেই।