নাম পরিচয় দাও  সমাজে তুমি নাকি মানুষ !
কেমন করে হয় রে মানুষ? আছে কী সেই হুঁশ?
দিনে দিনে বেড়ে উঠলে, খাইলে যার নুন
স্বার্থে আঘাত লাগতেই তাঁকে কর তুমি খুন।

আহা মানুষ বিবেক বুদ্ধি সব দিয়েছেন খোদা
সব থেকে ও মানুষ কেন মানুষ থেকে যুদা!
কেমন করে শোষণ করো মানব সন্তানেরে
কেমন করে করো আঘাত আপন স্বজনেরে !

দুদিনের এই দুনিয়াতে তুমি মুসাফির
টাকা পয়সা গহনা গাড়ি, লাগে বিশাল নীড় !
ওপারের ডাক আসে যখন সব হয়ে যায় মিছে
দেখছো সবই চোখের সামনে, হুঁশ ফিরবে কিসে ?

সামান্য এক সাদা কাফন আর সাড়ে তিন হাত মাটি
একটুই পাবে তুমি মিছে দুনিয়ার ঘাঁটি,
এটুকু যদি রাখো স্মরণ সুন্দর হবে পরকাল
দুনিয়া তো মোহ মায়া দুনিয়া একটা বেড়াজাল।