তাঁর চোখে ছিলো দিগন্তের আভা
নদীর ঢেউ, স্বচ্ছ জলের শোভা,
তাঁর চোখে ছিলো অনন্তর ভালোবাসা
সীমাহীন মায়া, আর মানচিত্র জুড়ে আশা।
তাঁর চোখে চোখ পড়লেই ধসে যেত হৃদয়ের ভূমি
আসতো মাথায় যতোসব পাগলামি,
সে তাকাতেই মনের ভেতর নেচে উঠতো ফাগুন
হৃদয়ের গলি পথে লেগ যেতো আগুন ।
আমার ছোট্ট হৃদয় পথে অসহায় দমকল বাহিনী
এই আগুন নিভে না, সে এক দীর্ঘ কাহিনী;
তাঁর চাহনিতে কেঁপে উঠতো বসন্তের কচি পাতা
তাঁর প্রশংসায় ভারী হয়ে উঠে কবিতার খাতা।
কৃষ্ণচূড়া লাল হয়ে ছিল রাঙা মনের আকাশ
লাঙল জোয়াল দিয়ে করতাম প্রেমের জমি চাষ,
তাঁর হাসিতে ফসলের মাঠ খুশির জোয়ারে ভাসে
মুগ্ধ চাঁদ নক্ষত্রের রাত জোৎস্না নামিয়ে হাসে।