হাসপাতালের বিছানায় শুয়ে
কাঁদছি কত আমি ,
আমায় তুমি ক্ষমা করে দাও
ওগো দয়াময়, ওগো অন্তরযামী ।
আমরা কতটা অসহায় খোদা
বুঝি অসুখ বিসুখ হলে,
সুস্থতার একটু নিয়ামত পেলে
নাফরমান তোমাকে যাই ভুলে।
পাশের বেডে ছোট্ট শিশু
বয়স তো মাত্র নয়,
এই বয়সে হয়েছে ক্যান্সার
ক্যামনে সহ্য হয় !
আরেক রোগী সুরুজ মিয়া
দুনিয়াতে তাঁর কেহ নাই ,
মরণঘাতী অসুখ তাঁহার
মাঝে মাঝে পাশে যাই।
এই বেড ওই বেড ঘুরিয়া বেড়াই
সব যেন আপনজন,
নিজের অসুখ হলে পড়ে দ্যাখো
সবার জন্য কাঁদবে মন।