তুমি চাইলেই ফিরে যেতে পারি
প্রথম যৌবনের প্রথম নারী,
বাদামের ঠোঙা ফুরিয়ে যাবে
দুপুর গড়িয়ে গোধূলি হবে
তবুও হবে না শেষ ভালোবাসার পঙ্ক্তিমালা
তবুও হবে না শেষ ভালোবাসার খেলা।

তুমি চাইলেই নিতে পারি
দক্ষিণ দুয়ারী ঘর আর লাল পাড়ের সবুজ শাড়ি,
ফিতে চুড়ি রঙিন চশমা আর টিপের পাতা
বারান্দায় চায়ের কাপ আর কবিতার খাতা ,
রাতের নির্জনে হবে কবিতার কথকতা
কাব্যের মৌ তাতে ছড়াবে নিষ্পাপ মাদকতা।

তুমি চাইলেই এই ছাপোষা কেরানী
করে রাখতে পারি তোমায় হৃদয়ের রাজরানী,
কলে জল নেই বাজারের থলে নেই কত টানাটানি
মানিয়ে নেব আমরা দুজন আলোয় ভরবে ঘরখানি ,
জোছনায় মাখামাখি হয়ে কেটে যাবে কত রাত
শপথ করছি সারাটি জীবন হাতে রাখবো হাত।

তুমি চাইলেই সিনেমা কিংবা মেট্রোরেলের টিকেট
আনতে পারি এক মুহূর্তে যত শূন্যই থাক পকেট,
চাও যদি দই ফুচকা আর চটপটি মাঝ রাতে
আকাশ পাতাল এক করে সব এনে দিব তোমার হাতে ,
নিবিড় ভালোবাসায় কখন সময় যাবে কেটে
দুজন বসে চটপটি ফুচকা খেয়ে নিব চেটেপুটে।

তুমি চাইলেই বারান্দাতে বসব দু'জন মুখোমুখি
হাতে হাত রেখে কেটে যাবে প্রহর হবো সুখী দম্পতি,
লাখো গোলাপ করবো জড়ো ফুল সজ্জার বিছানায়
ভালোবাসায় ভিজে যাবে চাঁদ অবাক করা পূর্ণিমায়,
মন‌ গলে তোমার হবে ভরা নদী ঠোঁটে হাসির বন্যা
আগলে রাখবো যক্ষের ধন তুমি হবে রাজকন্যা।