চাইনা ছুঁতে হাত বাড়িয়ে, মনের দুয়ার খুলো-
মনের ভেতর নতুন একটা স্বর্গ গড়ি চলো,
শাড়ি -গাড়ি -রেশমী চুড়ি , কাড়ি কাড়ি অর্থ কড়ি
এসব দিয়ে যায় না ছোঁয়া সুদুর মনের বাড়ি।

শরীর ছোঁয়া খুবই সহজ, ছোঁয়া কঠিন মন
মনের জন্য বিলিয়ে দেব - এক আকাশের ধন ,
নদী ভরা পাপড়ির স্রোত ,চির সবুজ বসন্ত দূত
এক সমুদ্র ভালোবাসায় ভেবো না অচ্ছুত।

সব দেব গো যা চাও তুমি, হৃদয়ের সব ফসলি ভূমি
এক জোড়া চাঁদ জোৎস্নার রাত, আর কী নেবে তুমি?
তোমায় দেব পাখির গানে অযুত কোটি ফূলের ঘ্রানে
ছোট্ট সবুজ ঘর ; রাখবে আমায় মনে ?

স্বাধীন স্বপ্ন, স্বাধীন শরীর , মন যে বহুদুর
মনের বাঁশি যখন তখন বাজায় মায়ার সুর ,
সুরে মন যে হাওয়ায় উড়ে, আকাশ পাতাল চরাচরে
স্বপ্ন দোলায় দুলে হৃদয়, লাগছে ভীষণ ফুরফুরে।

একটুখানি দাওনা হাসি- হাসতে হাসতে পড়বো ফাঁসি
ফাঁসির মঞ্চে যাওয়ার আগে, বলবো তোমায় ভালোবাসি।